সম্প্রতি আবহাওয়ার এমন অদ্ভুত আচরণ দেখা গেছে মেক্সিকোর গুয়াদালাজারা শহরে। গরমকালে হঠাৎ প্রবল শিলাবৃষ্টিতে ১.৫ মিটার (প্রায় ৫ ফুট) বরফে ঢেকে গেছে গোটা শহর।
স্থানীয় সংবাদমাধ্যম এল ইনফরমাদোর জানায়, শিলাবৃষ্টিতে দুই শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়-বৃষ্টিতে ভেসে গেছে অন্তত ৫০টি গাড়ি। তবে, এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রায় অর্ধ কোটি জনসংখ্যার শহর গুয়াদালাজারায় এর আগেও শিলাবৃষ্টি হয়েছে। তবে, ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বরফে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ার মতো ঘটনা আগে কখনোই দেখা যায়নি।
আবহাওয়ার এমন উদ্ভট আচরণের জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জালিস্কো রাজ্যের গভর্নর এনরিক আলফারো রামিরেজ এক টুইটে বলেন, আগে কখনো যা ঘটেনি, সেটাই দেখলাম। এক মিটারের বেশি পুরু বরফ ছেঁয়ে আছে। এরপরও কি জিজ্ঞেস করবো, জলবায়ু পরিবর্তন সত্য কি-না?
অপ্রত্যাশিতভাবে বরফাচ্ছন্ন পরিবেশ শিশুরা বেশ উপভোগ করলে, ইতোমধ্যে রাস্তা-ঘাট পরিষ্কারে নেমে পড়েছে জন-সুরক্ষা বাহিনীর সদস্যরা। এ কাজে সাহায্য করছে সেনাবাহিনীও।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
একে