মঙ্গলবার (২ জুলাই) ভারী বর্ষণের কারণে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারী বৃষ্টির ফলে দুর্ঘটনায় ১৬ জন নিহিত হয়েছে।
এর আগে সোমবার (১ জুলাই) টানা বৃষ্টির ফলে বহু ট্রেনের শিডিউল পরিবর্তনের পাশপাশি বাতিলও করা হয়েছে কয়েকটির। এগুলো মুম্বাই থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছিলেন একজন।
মুম্বাইয়ের পৌর কমিশনার প্রবীণ পারদেশি জানিয়েছিলেন, গত দু’দিনে (রবিবার রাতের আগ পর্যন্ত) ৫৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
সংবাদ সংস্থা এএনআই বলেছিল, সোমবার মুম্বাইয়ের কাছের একটি এলাকায় শুধুমাত্র ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারারাত মোট ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত মুম্বাই ও আশেপাশের নিম্নাঞ্চলে আরো ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।
ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায়, ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে ২’শত মিলিমিটারের মতো বৃষ্টি ঝরতে পারে প্রতিদিন।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরএ/এইচএডি