স্থানীয় সময় সোমবার (০১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। যা মঙ্গলবার (০২ জুলাই) প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাবা আলিয়ু নামে দেশটির সড়ক নিরাপত্তা কমিশনের সঙ্গে সংযুক্ত এক কর্মকর্তা জানান, নাইজেরিয়ার কেন্দ্রীয় বিনু রাজ্যের আহুম্বি গ্রামের কাছে সড়কে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্যাংকারে থাকা তেল সড়কে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রামের লোকজন তা সংগ্রহে ছুটে আসেন। একপর্যায়ে ট্যাংকারটি বিস্ফোরণে হলে এতো সংখ্যক মানুষের মৃত্যু হয়।
এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজ্য সরকারের মুখপাত্র তেরভার আকাসি।
বিস্ফোরণের ঘটনায় ওই এলাকার আশপাশের দোকানগুলোও পুড়ে গেছে।
নাইজেরিয়ায় তেলের ট্যাংক বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। অন্যতম জ্বালানি উৎপাদনকারী দেশটি অপরিশোধিত তেল অধিকাংশ সময় সড়কপথে পরিবহন করে থাকে।
গত জুনে লাগোস রাজ্যে তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৫ সালে আনামব্রা রাজ্যে এ ধরনের বিস্ফোরণে মারা যান অন্তত ৬০ জন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
জেডএস