মঙ্গলবার (২ জুলাই) রাতে রাজ্যের রাজধানী আইজলে এ দুর্ঘটনা ঘটে।
আটকে পড়াদের উদ্ধারে সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইজলের উত্তরাঞ্চলে দুর্তলাং পাহাড়ে হঠাৎ ধস নামায় এর নিচে থাকা ভবন তিনটি ভেঙে পড়ে। ভবনগুলো কেন্দ্রীয় সরকারের ‘শহুরে দরিদ্রদের মৌলিক সেবা’ প্রকল্পের আওতায় তৈরি। সেখানে অন্তত ১৮টি পরিবার বাস করতো। গত বছরই তাদের জন্য এ ভবনগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
একে