বুধবার (৩ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (২ জুলাই) অভিবাসীদের বন্দি শিবিরে এ হামলা চালানো হয়।
এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে জানান দেশটির জরুরি সহায়তা সেবার মুখপাত্র ওসামা আলী।
হামলার পেছনে দেশটির সরকারবিরোধী স্ব-নিয়ন্ত্রিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) রয়েছে বলেই ধারণা করছে সরকার। তবে এ দায় অস্বীকার করেছে এলএনএ। এর আগে, ১ জুলাই এ ধরনের হামলা চালাতে পারে বলেই জানিয়েছিল এলএনএ।
মূলত ২০১১ সালে লিবিয়ায় দীর্ঘকালীন ক্ষমতায় থাকা শাসক ও নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়ে গেছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, অভিবাসীরা লিবিয়া হয়েই ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে থাকেন।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসএ/