সুনামির আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন অনেকে-ছবি: সংগৃহীত
ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের পর তাৎক্ষণিক সুনামি সর্তকতা জারি করা হলেও বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
স্থানীয় সময় রোববার (০৭ জুলাই) রাত ৯টা ৮ মিনিটে দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হানে।
এরপর স্থানীয় সময়ানুসারে প্রায় মধ্যরাতে দেশটির সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির ঝুঁকি কেটে গেছে।
একই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
তারা বলছে, সুনামির সতর্কতা জারি করা হয়েছিল পূর্ব সমুদ্র উপকূলবর্তী উত্তর সুলায়েসি এবং পশ্চিম উপকূলবর্তী উত্তর মালুকু অঞ্চলে। সর্বশেষ তথ্য অনুসারে বর্তমানে সুনামি ০.৫ মিটার (১.৫ ফুট) উচ্চতায় রয়েছে। যা একেবারেই ঝুঁকিপূর্ণ নয়।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএএম/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।