সাউথ লন্ডনের ক্রোয়ডনের সুপারশপ আলদিতে সম্প্রতি কেনাকাটা করতে গিয়ে এই অদ্ভুত ঘটনার সাক্ষী হন গর্ডন। আবারডিন আঙ্গাস প্রজাতির গরুর মাংসের প্যাকেটে ‘পুতিনের চেহারা’ দেখে যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি।
চমকে যাওয়ার ব্যাপারটি তুলে ধরে গর্ডন সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই পিছু গেলাম। যে প্রতিচ্ছবি দেখলাম, সেটা সত্যিই বিস্ময়কর। গোমাংসের খণ্ড যেন ভ্লাদিমির পুতিনের চেহারার মতো। বারবার ওই মাংসের দিকে তাকাচ্ছিলাম এবং পুতিনের প্রতিচ্ছবিই যেন স্পষ্ট হচ্ছিল বারবার। ’
তবে চমকে গেলেও সেই মাংস কেনেননি গর্ডন। তার কাছে বিষয়টি ‘ভবিষ্যৎ ঝামেলা’র বলেই মনে হয়েছে। হেসে দিয়ে গর্ডন বলেন, ‘শেষ পর্যন্ত আমি ওই মাংস নেইনি। কারণ পুতিনকে রান্নার দায়-দায়িত্ব আমি নিতে চাইনি। কে জানে আমার ভাগ্যে কী ঘটতো! নিজেকে ভালো রাখতে এতটুকু সতর্কতো হতেই হবে নাকি!’
টুইটারের এক ব্যবহারকারী এই ছবির বিষয়ে লিখেছেন, ‘রাশিয়া আলদি থেকে এই মাংস নিয়ে গেছে!’ সত্যিই কি নিয়ে গেছে? নিয়ে গেলে, কে জানে কী করবেন পুতিন!
যদিও কেউ কেউ ঘটনাটিকে সাজানো বলে মন্তব্য করেছেন। ক্রোয়ডনে আলদি সুপারশপ ক্রেতা টানতে ঘটনাটি সাজিয়ে থাকতে পারে বলে ধারণা কারও কারও।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এইচএ/