গত মঙ্গলবার (৯ জুলাই) ও বুধবার (১০ জুলাই) অ্যাডিলেডের একটি মাঠে ৬০টির বেশি পাখি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পাখিগুলো অসুস্থ হওয়ায় ওড়ার সময় আকাশ থেকে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
মারা যাওয়া পাখিগুলোর মধ্যে অন্তত ৫৭টি ছিল লম্বা ঠোঁটের কোরেলা, বাকিগুলো ছোট ঠোঁটের কোরেলা।
রাজ্যের পরিবেশ ও পানি বিভাগ জানিয়েছে, পাখিগুলোর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
অস্ট্রেলিয়ায় লম্বা ঠোঁট ও ছোট ঠোঁট দুই প্রজাতির কোরেলাকেই সুরক্ষিত ঘোষণা করেছে দেশটির সরকার। বেআইনিভাবে এদের হত্যা করলে জেল-জরিমানা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
একে