এদিকে ঝড়ের তীব্রতায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছে ট্রাম্প প্রশাসন। উপকূলীয় এলাকা থেকে অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সার্বিক পরিস্থিতি তদারকি করছে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
আবহাওয়াবিদরা ধারণা করছেন, শুক্রবার রাত অথবা শনিবার প্রথম প্রহরে লুইজিয়ান আঘাত হানবে হারিকেন ‘ব্যারি’। সঙ্গে প্রবল বর্ষণে তৈরি হবে বন্যা পরিস্থিতি। এরইমধ্যে বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় পানি জমতে শুরু করেছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক কেন গ্রাহাম জানিয়েছেন, ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
চলতি মৌসুমে নাম পাওয়া দ্বিতীয় সামুদ্রিক ঝড় ‘ব্যারি’, যা মূলত এ বছর আটলান্টিকে সৃষ্ট ভূখণ্ডে আঘাত হানতে যাওয়া প্রথম ঝড়।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
জেডএস