ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারী স্বাধীনতায় আরও একধাপ এগোলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
নারী স্বাধীনতায় আরও একধাপ এগোলো সৌদি একা একাই বিদেশ ভ্রমণে যেতে পারবেন সৌদি নারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: নারী স্বাধীনতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল কট্টর মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। এখন থেকে দেশটির নারীদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হবে না।

শুক্রবার (২ আগস্ট) সৌদি রাজ পরিবারের এক আদেশে বলা হয়েছে, এখন থেকে ২১ বছর বয়সী যেকোনো নারী অভিভাবকের সম্মতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন ও বিদেশ ভ্রমণ করতে পারবেন।

নতুন আদেশ অনুযায়ী, নারীরা সন্তানের জন্ম, বিবাহ বা বিবাহ বিচ্ছেদের নিবন্ধন করতে পারবেন।

এছাড়া, চাকরিতে যোগদানের ক্ষেত্রেও পুরুষের সমান অধিকার পাবেন সৌদি নারীরা। দেশটির সব নাগরিক এখন থেকে শারীরিক অক্ষমতা, বয়স বা লিঙ্গ বৈষ্যমের শিকার না হয়েই যেকোনো কাজে যোগ দিতে পারবেন।

এতদিন সৌদি নারীদের বিদেশ ভ্রমণ বা পাসপোর্ট করার ক্ষেত্রে স্বামী, পিতা বা অন্য পুরুষ আত্মীয়ের অনুমোদন নিতে হতো।

সম্প্রতি উদারপন্থি বলে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেশটির নারীদের ওপর আরোপিত বিভিন্ন বিধি-নিষেধ শিথিল করার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে নারীদের গাড়িচালনা, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতিসহ বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।