ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই 

ঢাকা: জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী অঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। 

রোববার (০৪ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ফুকুশিমা উপকূল থেকে কিছুটা দূরে সাগরপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি জাপান। দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। বিশ্বব্যাপী ছয় বা তার অধিক মাত্রায় সংঘটিত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে প্রায় ২০ শতাংশই জাপানে হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এইচজে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।