ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা লন্ডনের ভারতীয় হাইকমিশনে হামলা করেছে বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। কাশ্মীরের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হামলা চালানো হয়।

বুধবার (০৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ সমাবেশ থেকে হামলা চালানো হয়।

 এসময় তাদের কাছে কাশ্মীরের পাকিস্তান অংশের পতাকা দেখা গেছে।  তারা ‘স্বাধীনতা’র দাবিতে স্লোগানও দেন।  এর আগে ১৫ আগস্টও ভারতীয় হাইকমিশনের সামনে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল।

এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

তিনি একট টুইট বার্তায় লেখেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে লন্ডন পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে লন্ডনে দেশটির হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।