ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩১ মিনিটে বেশ কয়েক সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্প হয়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আজাদ কাশ্মীরের নিউ মিরপুর শহর থেকে  এক কিলোমিটার দক্ষিণপূর্বে।

ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।  

উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী শহর রাওয়ালপিণ্ডি ছারাও এতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারসহ বিভিন্ন শহর আক্রান্ত হয়।  

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি।  ছবি- সংগৃহীত

ভূমিকম্প কবলিত এলাকার বিভিন্ন ছবিতে দেখা যায়, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যানবাহন উল্টে পড়ে আছে। এখন পর্যন্ত এতে কোনো মানুষ নিহতের খবর পাওয়া না গেলেও, অনেকেই আহত বলে জানা গেছে।  

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি।  ছবি- সংগৃহীত

এদিকে ভারতের রাজধানী দিল্লিসহ জম্মু-কাশ্মীর, পাঞ্জাবের চণ্ডীগড়, উত্তরখণ্ডের দেহরাদুন, হরিয়ানা, অঞ্চলেও এ সময়ে ভূ-কম্পন অনুভূত হয়। লোকজনকে রুদ্ধশ্বাসে ঘরবাড়ি ও অফিস-আদালত থেকে ছুটে পালাতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯ 
এইচজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।