ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলই আঞ্চলিকভাবে আইএসকে মদত দিচ্ছে: রুহানি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ইসরায়েলই আঞ্চলিকভাবে আইএসকে মদত দিচ্ছে: রুহানি 

যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলই সিরিয়া অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে মদত দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলে ইরানি প্রেসিডেন্ট।  

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে ওই সাক্ষাৎকারে রুহানি বলেন, ইসরায়েল প্রতিদিন নিয়ম করে ফিলিস্তিন, লেবানন এবং সম্প্রতি ইরাক ও সিরিয়ার মানুষ মারে।

তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমতুল্য কোনো সন্ত্রাস দুনিয়ায় নেই।  

‘যারা নিজেদের দেশ স্বাধীন করতে লড়াই চালায়, তারা সন্ত্রাসী নয়। বরং সন্ত্রাসী তারা, যারা দায়েশকে (আইএস) সহায়তা করে। ’ 

ইরানি প্রেসিডেন্ট বলেন, সন্দেহাতীতভাবে ইসরায়েল সিরিয়ার আসাদ সরকারকে হটাতে আইএস গোষ্ঠীকে মদত দিচ্ছে। তারাই আহত আইএস যোদ্ধাদের শুশ্রুষা ও তাদের অস্ত্র সরবরাহ করছে।  

এদিকে ইসরায়েল বরাবরই আইএসের সঙ্গে যে কোনো ধরনের সংযোগের কথা অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।