ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিশেষ দূতের সঙ্গে তালেবান প্রতিনিধি দলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
মার্কিন বিশেষ দূতের সঙ্গে তালেবান প্রতিনিধি দলের বৈঠক আফগান প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদের সঙ্গে সাক্ষাৎ করেছে তালেবানদের একটি প্রতিনিধি দল। 

শুক্রবার (৪ অক্টোবর) পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে, ইসলামাবাদের মার্কিন দূতাবাস ও ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণার পর উভয়পক্ষের মধ্যে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। কাবুলে তালেবানদের বোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার বিষয়ে শুরু হওয়া ওই আলোচনা বাতিল করা হয়।  

ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, মার্কিন দূত খলিলজাদে পাকিস্তানে এ সপ্তাহে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা ও পরামর্শের জন্য অবস্থান করেছেন। কিন্তু, ইসলামাবাদে তার বৈঠকের অর্থ এ নয় যে, আফগান শান্তি প্রক্রিয়া আবার শুরু হতে যাচ্ছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ খালিলজাদের সঙ্গে তালেবান প্রতিনিধি দলের এই বৈঠককে নিশ্চিত বা অস্বীকার কোনোটিই না করে জানান, ১৮ বছর ধরে চলমান যুদ্ধ অবসানে আলোচনা ও পরামর্শের জন্য তালেবান প্রতিনিধি দল ইসলামাবাদে অবস্থান করছেন।

নাম প্রকাশ না করার শর্তে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, মার্কিন কর্তৃপক্ষ তাদের এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। ২০১৬ সালে আফগানিস্তানে অপহৃত বিদেশি দুই শিক্ষক, মার্কিন নাগরিক কেভিন কিং ও অস্ট্রেলীয় নাগরিক টিমোথি উইকসকে মুক্তিদানের বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে তালেবানদের একটি প্রতিনিধি দল আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য ইসলামাবাদে যান।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ