ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ব্রাজিলে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ছবি: সংগৃহীত

ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে আর ভিসা লাগবে না ভারত ও চীনের পর্যটক ও ব্যবসায়ীদের। দক্ষিণ আমেরিকার দেশটিতে ঢুকতে হলে তাদের আগে যে বাড়তি নিয়মের ভেতর দিয়ে যেতে হতো, তার আর প্রয়োজন নেই। 

ভারতের বার্তামাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নিজেই এ তথ্য জানিয়েছেন।  

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই ব্রাজিলে পর্যটকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাড়তি শর্তাবলী কমিয়ে নিয়ে আনেন বোলসোনারো।

 

আগে উন্নয়নশীল অনেক দেশের নাগরিকদের ব্রাজিলে প্রবেশে বাধার মুখে পড়তে হতো।  

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও পর্যটকদের ভিসার ক্ষেত্রে জটিল সব নিয়ম তুলে নেয় ব্রাজিল সরকার। কিন্তু, নিজ দেশের নাগরিকদের সেসব দেশে প্রবেশে কোনো ছাড় পায়নি ব্রাজিল।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কেএসডি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ