ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে উদ্ধারে গিয়ে বিধ্বস্ত দ. কোরীয় হেলিকপ্টার, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
সাগরে উদ্ধারে গিয়ে বিধ্বস্ত দ. কোরীয় হেলিকপ্টার, নিখোঁজ ৭ নিখোঁজ সাত যাত্রীকে খুঁজছে উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত

সাগরে আহত এক জেলেকে উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এতে নিখোঁজ হয়ে গেছেন ওই হেলিকপ্টারে থাকা সাত জন। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে ডুবুরি দল। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় জাপান সাগরের দক্ষিণ কোরিয়া উপকূলে দোকদো দ্বীপের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেসময় হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন।

 

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে ৩০ ডুবরি, কয়েকটি প্লেন ও নৌযান পাঠানো হয়েছে উল্লেখ করে স্থানীয় ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তারা জানান, শুক্রবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি।

দুর্ঘটনার বিষয়ে তারা জানান, এয়ারবাস হেলিকপ্টার এইচ-২২৫ আহত ওই জেলেকে উদ্ধার করে দক্ষিণ কোরিয়ার দেগু শহরে নিয়ে যাচ্ছিল। দোকদো থেকে উড্ডয়নের দু’মিনিটের মাথায়ই সেটি বিধ্বস্ত হয়।  

প্রধানমন্ত্রী লি নাক ইয়ন সাত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিয়েছেন সরকারি সংস্থাগুলোকে।

ক্ষুদ্র দ্বীপ দোকদো জাপানে তাকেশিমা নামে পরিচিত। দক্ষিণ কোরিয়া ও জাপান দু’টি দেশই দ্বীপটি নিজেদের বলে দাবি করে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এফএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।