ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর হামলা, নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর হামলা, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত আরও অনেকেই।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে অঙ্গরাজ্যের অরিন্ডা শহরে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

 

কন্ট্রা কস্টা কাউন্টির পুলিশ বিভাগ এক টুইটবার্তায় জানায়, অরিন্ডা হামলার সর্বশেষ- নিহত চার, আহত বেশ কয়েকজন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারবিএনবি’র এক ভাড়া জায়গায় ওই হ্যালোইন পার্টি হচ্ছিল। এতে অংশ নেওয়া লোকজনের মধ্যে স্থানীয় কলেজের শিক্ষার্থীরাও ছিল।  

টেলিভিশনে ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, মানুষজন ভয়ে পালিয়ে যাচ্ছে। অনেকেই খুঁড়িয়ে চলছেন। প্যারামেডিক্সরা আহতদের চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন।  

এর দুইদিন আগে লংবিচ শহরে আরেক বন্দুকহামলার ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়। সেটিও একটি হ্যালোইন পার্টি ছিল বলে খবরে প্রকাশ।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।