ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত নয় শিশু প্রাণ হারিয়েছে।

গত শনিবার (২ নভেম্বর) উত্তরাঞ্চলের তাখার প্রদেশের দারকাদ জেলায় তালেবান নিয়ন্ত্রিত এক গ্রামে এ বিস্ফোরণ ঘটে।

রোববার (৩ নভেম্বর) আফগান সরকার ও পুলিশের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওই গ্রামের পথ দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় একজনের পা পেতে রাখা স্থলমাইনের ওপর পড়লে বিস্ফোরণটি ঘটে।

৭-৮ বছর বয়সী এ শিশুদের মধ্যে আট ছেলে ও এক মেয়ে ছিল।

তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি বলেন, রাস্তার পাশে তালেবানদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নয় শিশু নিহত হয়। ওই দলের আরও তিন শিশু নিখোঁজ রয়েছে।

এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার না করলেও প্রাদেশিক পুলিশের মুখপাত্র খলিল আসির বলেন, এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি মুক্ত করতে যাওয়ার সময়ই তালেবানরা এ মাইনগুলো পুঁতেছিল।

এর আগে গত মে মাসে দক্ষিণাঞ্চলের গজনী প্রদেশে স্থলমাইন বিস্ফোরণে সাত শিশু নিহত ও দুই শিশু আহত হয়।

বছরের পর বছর যুদ্ধের কারণে আফগানিস্তানের যত্রতত্র পরিত্যক্ত অস্ত্র ও বোমা ছড়িয়ে আছে। এর মধ্যে অবিস্ফোরিত বোমা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।   

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এবি/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।