ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের স্বাস্থ্যনীতি বাতিল করলেন বিচারক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
ট্রাম্পের স্বাস্থ্যনীতি বাতিল করলেন বিচারক

ঢাকা: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের তৈরি স্বাস্থ্যনীতিকে সংবিধানবিরোধী জানিয়ে তা বাতিল করে দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক।

বুধবার (৬ নভেম্বর) মার্কিন বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকা (ভিওএ) এ খবর জানিয়েছে।

ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির আওতায় চিকিৎসকরা ধর্মীয় ও নৈতিকতার ভিত্তিতে গর্ভপাতসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমকে প্রত্যাখ্যান করতে পারতেন।

 

বিচারক পল অ্যাঞ্জেলমায়ার জানান, এ নীতি সংবিধানবিরোধী এবং স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালী পূর্ণ। এর মাধ্যমে কিছু রোগী বৈষম্যের শিকার হবে।  

ফেডারেল বিচারকের এ আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, তারা বিচারকের এ আদেশকে পর্যবেক্ষণ করছেন।

সমালোচকরা বলছেন, এর মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।  

নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে এ আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে, যুক্তরাষ্ট্রের ২৩টি প্রদেশে এ নীতি কার্যকরে বাধা দিতে আদালতে মামলা করে রেখেছেন বিরোধীরা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।