ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ১২ ঘণ্টার জন্য বন্ধ কলকাতা বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ১২ ঘণ্টার জন্য বন্ধ কলকাতা বিমানবন্দর

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ১২ ঘণ্টার জন্য কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) বিকেলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরে প্লেন ওঠানামাসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে আবহাওয়াবিদরা জানান, সন্ধ্যা ৬টার পর পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন সাগরদ্বীপে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানবে। এসময় এর গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে বলে জানান তারা।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।

এক টুইট বার্তায় তিনি বলেন, ঝুঁকিপূর্ণ তীরবর্তী এলাকা থেকে এরইমধ্যে এক লাখ ২০ হাজারের মতো মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।