রোববার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি ইরানের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন এ নির্বাচন ঘিরে সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানী তেহরানে নির্বাচনী সদর দফতরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রাহমানী ফাজলি।
এ কার্যালয়ে মূলত জনসংযোগ, নির্বাচনী নিরীক্ষা ও প্রচারণা সংক্রান্ত বিভাগগুলো রয়েছে। পাশাপাশি আইন সংক্রান্ত বিষয় ও নির্বাচনকালীন পরিসংখ্যান কমিটিগুলোও এ দফতর থেকেই পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুলরেজা রাহমানী বলেন, নানামুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে এ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যাবতীয় নিরাপত্তা ও পর্যবেক্ষণে নির্বাচনী সদর দফতরের অন্তত ২০টি বিভাগ কাজ করবে।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
কেএসডি/এইচজে