ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রাজাপক্ষে ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার (১৬ নভেম্বর)। চলছে ভোট গণনা। শেষ খবর পর্যন্ত, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপক্ষে (৭০)।

শ্রীলঙ্কান নির্বাচন কমিশনের তথ্যমতে, গণনা শেষ হওয়া প্রায় পাঁচ লাখ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫২ দশমিক ৮৭ শতাংশ। তার প্রধান প্রতিপক্ষ বর্তমান আবাসনবিষয়ক মন্ত্রী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩৯ দশমিক ৬৭ শতাংশ।

দেশটির বামপন্থি নেতা কুমারা দিসানায়ক ৪ দশমিক ৬৯ শতাংশ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। তারা ছাড়া আরও ৩২ জন লড়ছেন লঙ্কান প্রেসিডেন্ট পদের জন্য।

রোববার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় জানিয়েছেন, শনিবার বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষে হতাহতের ঘটনা সত্ত্বেও দেড় কোটি ভোটারের মধ্যে অন্তত ৮০ শতাংশ ভোট দিয়েছেন।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রিডম পার্টির নেতৃত্বে আসেন তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে। ২০০৯ সালে ভাইয়ের শাসনামলেই বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারদের প্রতিহত করে ৩৭ বছরের গৃহযুদ্ধের অবসানে নেতৃত্ব দেন গোতাবায়া।  

প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী ৫২ বছর বয়সী সাজিথ প্রেমাদাসা। তিনি নিহত সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে, গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে একাধিক গির্জা ও হোটেলে চালানো ভয়াবহ হামলায় ঘটনায় বেশ সমালোচনায় পড়ে তাদের সরকার। হামলায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঠেকাতে ব্যর্থতার বড় অভিযোগ রয়েছে ইউএনপি সরকারের বিরুদ্ধে।

একারণে, এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার (১৭ নভেম্বর) দিনের শেষভাগে নিার্বচনের ফলাফল জানানো যাবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।