আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার (২২ নভেম্বর) দুবাইয়ের উৎসবে তৈরি করা হয়েছিল ৫ হাজার ৪২৬ দশমিক ৬৫ বর্গমিটার আয়তনের বিশাল ফুলেল গালিচা। এর আগে ২০১৬ সালে ৩ হাজার ৯৮০ দশমিক ৮৪ বর্গমিটার ফুল-গালিচা তৈরি করে রেকর্ড গড়েছিল ইতালি।
দুবাই ফেস্টিভ্যাল সিটির ওই অনুষ্ঠানের আহ্বায়ক অনুপ অনীল দেভান বলেন, আমাদের লক্ষ্য ছিল এক লাখ বর্গফুট (৯২৯০.৩০ বর্গমিটার) গালিচা তৈরি করা। কিন্তু দুর্ভাগ্যবশত সাত টনের মতো (সাত হাজার কেজি) ফুল পরিবহনের সময় নষ্ট হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।
জানা যায়, ভারতের ব্যাঙ্গালুরু থেকে ৪১ হাজার ৪৪৪ কেজি গাঁদা ফুল পাঠানো হয়েছিল দুবাইয়ের অনুষ্ঠানের জন্য। প্লেনে বিশেষ ব্যবস্থায় এসব ফুল নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
একে