ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীর ইউনিভার্সিটিতে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
কাশ্মীর ইউনিভার্সিটিতে গ্রেনেড হামলা ছবি: সংগৃহীত

শ্রীনগরে অবস্থিত কাশ্মীর ইউনিভার্সিটিতে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় কয়েকজন আহত হয়েছেন।

 

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কাশ্মীর ইউনিভার্সিটির স্যার সৈয়দ গেটে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়।

এতে কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

একদিন আগে এক বিবৃতিতে কাশ্মীর উপত্যকার ‘এনকাউন্টার জোন’গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাবারুদ বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেখানে যেতে নিষেধ করে জম্মু-কাশ্মীর পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।