ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

এবার রাশিয়া-চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এবার রাশিয়া-চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে ইরান

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সৌদি আরবের সঙ্গে উত্তেজনার মধ্যেই ওমান সাগরে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে বলে জানিয়েছে ইরান।  

বুধবার (২৭ নভেম্বর) দেশটির নৌবাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি এক বিবৃতিতে এ কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক মহড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খানজাদি বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ওয়াশিংটন এখানে অনিরাপত্তা বৃদ্ধি করে চলেছে।  

‘যদি আমেরিকানরা ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো ভুল করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে। ’ 

লোহিত সাগর ও সুয়েজ খাল অঞ্চলে ইরানি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে তেহরান আন্তর্জাতিক জলসীমায় ৬৪টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলেও জানান হোসেইন খানজাদি।   

বাংলাদেশ সময়: ২১৫৫, নভেম্বর ২৭, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।