ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরামে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনের মত আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাগরাম জেলার গর্ভনর আবদুল শাকুর জানান, স্থানীয় সময় সকাল ৬টায় মার্কিন ঘাঁটির কাছে এক ডিসপেনসারিতে এ হামলা করা হয়।

হামলায় ৫০ জনের মত আহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

এদিকে ন্যাটোর নেতৃত্বাধীন রিজোলুট সাপোর্ট মিশন এক বিবৃতিতে জানায়, হামলায় ডিসপেনসারির বিপুল ক্ষতি হলেও মার্কিন বা যৌথ বাহিনীর কোনো সদস্যই আহত হননি।

হামলায় মার্কিন সামরিক ঘাঁটি নিরাপদ আছে বলে বিবৃতিতে জানানো হয়।

হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেননি।

কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্তৃপক্ষ ও তালেবানের মধ্যে নতুন শুরু হতে যাওয়া শান্তি আলোচনার আগেই এ হামলার ঘটনা ঘটলো।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে তালেবান বিরোধী হামলার পর মার্কিন বাহিনী তাদের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধে জড়িয়ে পড়ে।

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত উভয় পক্ষই এখন যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনায় ইচ্ছুক।

বর্তমানে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনার অবস্থান থাকলেও দেশটিকে সম্পূর্ণ নিয়স্ত্রণে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। কাবুলের বাইরে আফগানিস্তানের বিভিন্ন স্থান মার্কিন সমর্থিত আফগান সরকারের বিপরীতে তালেবান নিয়ন্ত্রণ করে আসছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।