ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভে ফুঁসছে আসাম-ত্রিপুরা, ফ্লাইট-ট্রেনের যাত্রা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
বিক্ষোভে ফুঁসছে আসাম-ত্রিপুরা, ফ্লাইট-ট্রেনের যাত্রা বাতিল আসামে কারফিউ ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজারও মানুষ। ছবি: সংগৃহীত

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের দাবিতে ভারতের আসাম রাজ্যে কারফিউ ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজারও মানুষ। এছাড়া, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরাও।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)।

বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি এবং বিপক্ষে পড়ে ৯৯টি ভোট।

এতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আসামের জনতা। বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) বাতিলের দাবিতে তীব্র বিক্ষোভের মুখে আসামের রাজধানী গুহাটিতে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সকালেই কারফিউ ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ। এসময় রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

প্রথমে সাধারণ শিক্ষার্থী ও জনতারা বিক্ষোভ শুরু করলেও পরবর্তীকালে তাদের সঙ্গে যোগ দেয় ‘অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন’ (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)।

বিক্ষোভের কারণে এ রাজ্যে প্রায় ৩১টি ট্রেনযাত্রা বাতিল করা হয়। ডিব্রুগড়ে নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া, বিক্ষোভ করছেন ত্রিপুরা রাজ্যের হাজারও মানুষ। এ কারণে বৃহস্পতিবার রাজ্যের বেশিরভাগ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিভিন্ন স্থানে বিক্ষোভে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ। এছাড়া, নাগরিকত্ব বিলের বিরোধিতা করছে মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, এটি সংবিধান পরিপন্থি এবং মুসলিম শরণার্থীদের জন্য বৈষম্যমূলক। ধারণা করা হচ্ছে বিরোধী নেতারা এ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।