ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেশে আগুন লাগানো আপনার কাজ নয়, অমিত শাহকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
দেশে আগুন লাগানো আপনার কাজ নয়, অমিত শাহকে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেন, দেশে আগুন লাগানো আপনার কাজ নয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের তৃতীয় দিনে এক বক্তব্যে একথা বলেন মমতা।

অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বলেন, আপনি শুধু একজন বিজেপি নেতাই নন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

দয়া করে দেশের শান্তি বজায় রাখুন। দেশে আগুন লাগানো নয়, আপনার কাজ আগুন নেভানো।

জাতীয় লাগরিক পঞ্জি (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আসলে ‘একই ললিপপের দু’পিঠ’ মন্তব্য করে মমতা বলেন, সিএএ ও এনআরসি প্রত্যাহার করুন। নাহলে আমিও দেখবো আপনারা এটা এখানে কী করে কার্যকর করেন।

এখন পর্যন্ত তিনজন মুখ্যমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে রাজি হননি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য দু’জন হলেন কেরালার পিনারাই বিজয়ন এবং পাঞ্জাবের অমরিন্দর সিংহ।

আরও পড়ুন: আগুন কোনো সম্প্রদায় দেখে লাগে না: মমতা
>> নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নামলেন মমতা​

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।