ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে নিহত ১ লক্ষ্ণৌতে বিক্ষোভকারীদের হাতে বিধ্বস্ত পুলিশ পোস্ট। ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে চলমান বিক্ষোভের অংশ হিসেবে দেশটির উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাসপাতাল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

জানা যায়, গুলিতে প্রাণ হারানো ওই বিক্ষোভকারীর নাম মোহাম্মদ ওয়াকিল।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা লক্ষ্ণৌর পুরনো শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে এ সংঘর্ষের শুরু হয়।

নগরীর পরিবর্তন চকে সরকারি একটি বাসে এবং সাতখান্দা ও মাদিগঞ্জের দু’টি পুলিশ পোস্টে আগুন দেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভ দমাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় ২০ বিক্ষোভকারীকে আটক করা হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পর বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে সারাদেশ। বিক্ষোভের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ছয়জন নিহত হন।

সংশোধিত নাগরিকত্ব আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, জৈন, পারসি) অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।