ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা হর্ষবর্ধন শ্রিংলা (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দেশটির পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র সংবাদ থেকে জানা যায়, বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে।

এর পরেই দায়িত্বভার গ্রহণ করবেন শ্রিংলা। ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটির তরফে তার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮.০১.২০২০ তে বিজয় কেশব গোখলের দুবছরের মেয়াদ শেষের পর, পরবর্তী বিদেশ সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে। ’

১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার হর্ষ বর্ধন শ্রিংলা। ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম. ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্ব সামলেছেন তিনি।

গত বছরের ২৯ জানুয়ারি দেশের বিদেশসচিব পদে নিযুক্ত হন ১৯৮১ ব্যাচের আইএফএস অফিসার বিজয় কেশব গোখলে। তার আগে, চিনে ভারতের রাষ্ট্রদূত পদের দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ডিএন/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।