ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঠাণ্ডা আবহাওয়া, হরিয়ানায় স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ঠাণ্ডা আবহাওয়া, হরিয়ানায় স্কুল বন্ধ ঘোষণা

ঠাণ্ডা আবহাওয়ার কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রাজ্যের শিক্ষামন্ত্রী কানওয়ার পাল এক ঘোষণায় বলেন, ২৬ ডিসেম্বর রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘুরপাক খাচ্ছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৬ থেকে ৯ ডিগ্রি কম।

তাপমাত্রার এ নিন্মগতি আগামী আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে নিয়মিত তাপমাত্রা কমছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় সকালে কমে যাচ্ছে দৃষ্টিসীমা। এতে বিঘ্ন ঘটছে রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থায়।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।