ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিকিমে আটকা পড়া ১৫শ পর্যটককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
সিকিমে আটকা পড়া ১৫শ পর্যটককে উদ্ধার

তুষারপাতের কারণে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সিকিম ভ্রমণে গিয়ে আটকা পড়া ১৫শ’র বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভ্রমণে গিয়ে আটকা পড়া দেড় হাজারের বেশি পর্যটককে পূর্ব সিকিমের নাথু লা থেকে উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের বর্তমানে ক্যাম্পে রাখা হয়েছে।

দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাবার ও সেবা।

আর আটকা পড়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।

তবে ওইসব পর্যটকদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন প্রাথমিক তা জানা যায়নি।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার সড়কেও ব্যাপক বরফ পড়ছে। বরফের আস্তরণে ঢাকা পড়েছে পিচ। যান চলাচলের উপযোগী করতে একপর্যায়ে সড়ক থেকে বরফ পরিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।