ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ‘নিহত ৬১’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ‘নিহত ৬১’

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণে মরদেহগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় নিরাপত্তা চৌকিতে এই বোমা হামলা চালানো হয়, যা খুবই ভয়াবহ।  

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এটি ছিলো বড় ধরনের গাড়ি বোমা হামলা।

ঘটনাস্থলের চারপাশে মরদেহ ও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণে বহু মানুষ মারা গেছে, সংখ্যা বলা মুশকিল।

কেউ কেউ ঘটনাটিকে ট্রাক বোমা হামলা বলেও জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ জানান, বিস্ফোরণটি ছিলো ভয়াবহ, এবং আমি নিশ্চিত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।

এদিকে সোমালিয়ার সরকারি এক কর্মকর্তা ‘বহু’ সংখ্যক মানুষ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ১৫ জনের মরদেহ পড়ে আছে।

প্রাথমিকে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।