ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বড়দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রেমিকার বাইক উপহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বড়দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রেমিকার বাইক উপহার ছবি: সংগৃহীত

সময়টা খারাপ যাচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। সম্প্রতি পার্লামেন্টে বিপুল ভোটে পাস হয়েছে তার ব্রেক্সিট বিল। জিতেছেন সাধারণ নির্বাচনেও। ফলে খোশমেজাজেই প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

এর মধ্যেই দারুণ একটি উপহার পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার বাইকের শখ বহুদিনের।

ইচ্ছা ছিল এবারের বড়দিনেই নিজের বাইকে চড়ার। সেই সাধ পূরণ করে দিয়েছেন প্রেমিকা ক্যারি সাইমন্ডস।  

বড়দিন উপলক্ষে বরিসকে ইয়ামাহা টিটিআর ১২৫ মোটরসাইকেল উপহার দিয়েছেন ক্যারি। এর দাম পড়েছে প্রায় ১ লাখ ১১ হাজার টাকা।

আগে বহুবার বরিস জনসনকে লন্ডনের রাস্তায় সাইকেলে চড়তে দেখা গেছে। কিন্তু প্রথমে পররাষ্ট্রমন্ত্রী পরে প্রধানমন্ত্রী হওয়ায় অনেকদিন থেকেই নিরাপত্তার কারণে আর একা বের হতে পারেন না তিনি।  
ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন, বড়দিনে বাইকে চড়তে চান। কিন্তু এর জন্য হয়তো সেটি নিজেরই কিনে নিতে হবে। সেটা থেকেই হয়তো প্রেমিকের জন্য নতুন বাইক উপহার দেন ক্যারি সাইমন্ডস।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।