ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে প্রীতি ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৬ বন্দি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
মেক্সিকোতে প্রীতি ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৬ বন্দি নিহত

ঢাকা: মেক্সিকোতে ইংরেজি নববর্ষ উপলক্ষে কারাগার আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৬ বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

নতুন বছরের প্রথমদিন বুধবার দুপুরে দেশটির একটি মাদক অপরাধ সংস্থার সদস্যদের ম্যাচে এ সংঘর্ষ শুরু হয়। তারা কারাগারের বন্দুকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।

পরে আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।

সংবাদমাধ্যম বলছে, সংঘর্ষে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতরা গুলি, ছুরিকাঘাত এবং পিটুনিতে প্রাণ হারিয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এই সংঘর্ষের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।