ইরাকি সংসদের সবচেয়ে বড় জোটের এই নেতা জাতীয় সংসদকে চিঠিতে আরো বলেছেন, ‘মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে জাতীয় সংসদে শুধু একটি প্রস্তাব পাস করাই যথেষ্ট নয়। আমি মনে করি, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির ব্যাপারে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তার তুলনায় এটি দুর্বল পদক্ষেপ।
সাদরিস্ট মুভমেন্টের এই নেতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি রয়েছে তা দ্রুত বাতিল করতে হবে, ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ করে দিতে হবে, ইরাক থেকে মার্কিন সেনা অপমানজনকভাবে বিদায় করতে হবে এবং মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। ’
মিলিশিয়া নেতা মুক্তদা আল-সাদর চূড়ান্তভাবে ইরাক এবং ইরাকের বাইরের প্রতিরোধকামী সংগঠনগুলোকে একটি সম্মিলিত আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এজে