ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
লেবাননে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ শতাধিক লেবাননের বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

লেবাননে চলমান বিক্ষোভে রাজধানী বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে এক সংঘর্ষে উভয়পক্ষে দুইশ’র বেশি আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, বিক্ষোভকারীরা বৈরুতের শহীদ চত্বরে সমবেত হওয়ার সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

এসময় বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে। জবাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

রাতভর এ সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২২০ জন আহত হয়। এরমধ্যে ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয় জানায় রেডক্রস।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে জড়িত থাকায় পুলিশ বেশ ক’জন বিক্ষোভকারীকে আটক করে।

গত বছর ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কর আরোপের ঘোষণা দিয়েছিল লেবানন সরকার। এর পরপরই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের জনতা। ক্রমেই এ বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিলে ২৯ অক্টোবর পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি।

হারিরি পদত্যাগের পরেও জীবনযাত্রার মান উন্নয়ন ও বেকারত্ব সমস্যা সমাধানের দাবিতে লেবাননে বিক্ষোভ চলছে।

এদিকে বিশ্বব্যাংক হুশিয়ারি করে বলেছে, লেবাননের রাজনৈতিক সমস্যার শিগগির সমাধান না হলে দেশটিতে দারিদ্র্যের হার এক-তৃতীয়াংশ থেকে অর্ধেকে উঠে আসবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।