ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নৌবন্দরে আগুন, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
মার্কিন নৌবন্দরে আগুন, ৮ জনের মৃত্যু নৌযান পুড়ছে।

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি নৌবন্দরে অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় নৌবন্দরে থাকা প্রায় ৩৫টি নৌযান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে স্কটবোরো শহরের জ্যাকসনপল্লিতে আগুনে কাঠের বানানো পোতাশ্রয়ে অ্যালোমিনিয়ামের ডেকটি টেনিস নদীতে ধসে পড়ে।

এ সময় নৌবন্দরে কয়েকটি নৌকা ডুবে যায়। এ সময় আতঙ্কে অনেকেই নদীতে ঝাঁপ পড়েন। এতে আটজনের মৃত্যু হয় ও নদী থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রায় ৩৫টি নৌযান ক্ষতিগ্রস্ত পুড়ে গেছে।

ম্যান্ডি ডারহাম নামে এক প্রত্যক্ষদর্শীর ধারণা, কোনো নৌযানের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।