শনিবার (১ ফেব্রুয়ারি) উহানের মেয়র ঝাও জিনওয়াংয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে উহানের মেয়র জানান, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত শহরটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৩৯ জন।
শহর প্রশাসনের কর্মকর্তা লি কিয়াং জানান, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরই মাঝে উহানের রেডক্রস সোসাইটি ৮ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারেরও বেশি আর্থিক অনুদান পেয়েছে। এছাড়া অনুদান হিসেবে এ সংস্থা এখন পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার মাস্কবক্স, ৮১ হাজার চশমা, প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম পেয়েছে।
এছাড়া উহানের সহকারী মেয়র জু হংলান জানান, করোনা ভাইরাসে উদ্ভূত সংকটের মাঝেও এখনও শহরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পর্যাপ্ত যোগান আছে। এ দিয়ে অন্তত আরও এক সপ্তাহ চালানো যাবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এইচজে