ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে পরমাণু কর্মসূচি জোরদার হচ্ছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
ইরানে পরমাণু কর্মসূচি জোরদার হচ্ছে: জাতিসংঘ

ভিয়েনা: কঠোরতর নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান তার পরমাণু কর্মসূচি আরও জোরদার করে চলেছে বলে মত দিয়ে জাতিসংঘের পর্যবেক্ষক দল বলেছে.. এতে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি’র (আইএইএ) নতুন রিপোর্টে এ অভিযোগ তুলে বলা হয়েছে ইরানে তাদের কর্মীদের কাজ করতে দেওযা হচ্ছে না।



গোপনীয় ওই রিপোর্টটি সোমবার রয়টার্সের হাতে আসলে তাতে দেখা য়ায়, একটি পারমাণবিক ক্ষেপনাস্ত্র তৈরি সম্ভাব্য সকল প্রস্তুতিই ইরানের রয়েছে।

ওয়াশিংটন এ প্রতিবেদনটিকে ‘ঝুকিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে অন্যদিকে তেহরান এ রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ সময় ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।