ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানি হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১০৯: পেন্টাগন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ইরানি হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১০৯: পেন্টাগন 

জেনারেল কাসেম সোলেমানি হত্যার বদলায় ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবারে নতুন করে ওই হামলায় আহত সেনার সংখ্যা ১০৯ জন বলে জানিয়েছে পেন্টাগন। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) পেন্টাগন জানায়, গত মাসে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১০৯ জন মার্কিন সেনা গুরুতর মস্তিষ্কজনিত আঘাতের শিকার হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

এর আগে গত সপ্তাহে হামলায় আক্রান্ত সেনার সংখ্যা ৬৪ জন বলা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে এ সংখ্যা বৃদ্ধি পেলো। আক্রান্ত সেনা সদস্যের সংখ্যা আরও বাড়তে পারে বএ আশঙ্গা জানিয়েছে পেন্টাগন।  

৮ জানুয়ারি ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ধীরে ধীরে আক্রান্ত মার্কিন সেনার সংখ্যা বেড়েই চলেছে।  

পেন্টাগন জানায়, মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা থেকে সেরে উঠে এরই মাঝে ৭৬ সেনা কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। ২৬ সেনা জার্মানি ও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। বাদবাকি ৭ জন চিকিৎসার উদ্দেশ্যে ইরাক থেকে জার্মানির পথে।  

এর আগে ওই হামলায় খুবই কম সংখ্যক মার্কিন সেনা আক্রান্ত হওয়ায় আমেরিকা ইরানে পাল্টা হামলা চালায়নি বলে সাফাই গান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দিন দিন আহত সেনার সংখ্যা বাড়ার ফলে সমালোচনার মুখে পড়ছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।