ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
দিল্লিতে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের দিল্লিতে চলমান সহিংসতায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব সহিংসতা রোধে সবপক্ষকে সর্বোচ্চ সংযমের জন্য আহ্বান জানিয়েছেন।

নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি মহাসচিবের সমর্থনের কথা জানিয়ে স্টিফেন ডুজারিক জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের দিল্লিতে আইনটির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত ও দু’শ লোক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।