ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেই উহানে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
সেই উহানে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার সকালে উহানে পৌঁছেছেন শি জিনপিং। ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের উহান শহরে সফরে গেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের পর এ প্রথম ভাইরাসটির উৎসস্থল উহানে গেলেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএ।

খবরে বলা হয়, মঙ্গলবার সকালে উহানে পৌঁছেছেন শি জিনপিং।

পূর্ব ঘোষণা ছাড়াই এ সফরে গেছেন তিনি।

গত দু’মাসেরও বেশি সময় ধরে অভূতপূর্ব কোয়ারেন্টাইন ব্যবস্থায় অবরুদ্ধ হয়ে রয়েছে উহান শহর। সম্প্রতি উহানে নতুন কোভিড-১৯ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সেই সঙ্গে কমছে এ রোগে মৃত্যুর সংখ্যা।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শনের জন্যই উহান সফরে গেছেন জিনপিং। সেখানে স্বাস্থ্যকর্মী, সেনা কর্মকর্তা, পুলিশ, রোগী এবং বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন তিনি।

চীনে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা কমেছে। সোমবার (০৯ মার্চ) মাত্র ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। তারা সবাই উহান শহরের বাসিন্দা।

এদিকে চীনে এ রোগে নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৩৬ এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।