ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি ধরিয়ে দিলো করোনা মহামারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, মার্চ ১৮, ২০২০
বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি ধরিয়ে দিলো করোনা মহামারি ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষকে আক্রান্ত করার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি ধরিয়ে দিলো করোনা ভাইরাস মহামারি।’

বুধবার (১৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘গণ স্বাস্থ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় চীন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া কোভিড-১৯ মহামারিতে এখন পর্যন্ত দেশটির প্রায় ৮১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।