সোমবার (২০ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রয়টার্সের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের পর সারা বিশ্বের মধ্যে স্পেনেই সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সর্বশেষ ৩৯৯ জনসহ সোমবার পর্যন্ত সরকারি হিসেবে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫২। মাসখানেকের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষের মৃত্যু হলো। আগের দিন মোট মৃতের সংখ্যা ছিল ২০ হাজার ৪৫৩।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এইচজে