ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা, শতাধিক কর্মী কোয়ারেন্টিনে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা, শতাধিক কর্মী কোয়ারেন্টিনে 

এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে হানা দিয়েছে করোনা ভাইরাস। সেখানকার শতাধিক কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক পরিচ্ছন্নতা কর্মীর শরীরেই নাকি মিলেছে করোনা পজিটিভ। স্বভাবতই ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও যেহেতু এসেছেন, তাই মনে করা হচ্ছে তার কাছ থেকে অন্যদের শরীরেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

তাই রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত শতাধিক কর্মীকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। প্রায় ৪ দিন আগে রাষ্ট্রপতি ভবনের ওই পরিচ্ছন্নতা কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।  

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তবে অন্য কর্মীদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অন্য কারো শরীরে করোনার উপিস্থিতি পাওয়া যায়নি।  

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৮,৬০১ জন। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপরই আছে দিল্লি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।