ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিদক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
কাশ্মিরে শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেপ্তার

শ্রীনগর: ভারতের কাশ্মিরের পুলিশ একজন শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তার করেছে। ওই অঞ্চলে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের তিনিই পুরোভাগে রয়েছেন বলে জানা গেছে।



গ্রেপ্তার করা ওই নেতার নাম সৈয়দ আলি গিলানি। বিচ্ছিন্নতাবাদী জোটের তিনি একটি সংগঠনের প্রধান। শ্রীনগরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারতের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রাম অব্যাহত থাকবে। ’

গত ১১ জুন ভারতের পুলিশের ১৭ বছর বয়সী একজন ছাত্র নিহত হয়। এরপর থেকে সরকারি নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে ছড়িয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের লড়াই করে যাচ্ছে।

গত কয়েক মাসের অব্যাহত বিক্ষোভে আন্দোলনকারী ও পথচারীসহ ৬৯ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।

৮০ বছর বয়সী গিলানির নির্দেশে কাশ্মিরে জারি করা কারফিউয়ের বিরুদ্ধেজনতা রাস্তায় বিােভ র‌্যালিতে অংশ নেয়। একইসঙ্গে প্রতিটি বিক্ষোভেই বিচ্ছিন্নতাবাদীদের রোষ বেড়ে যায়।

কী কারণে গিলানিকে গ্রেপ্তারকে করা হয়েছে তা পুলিশ জানায়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।