ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংককে অবিস্ফোরিত বোমা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

ব্যাংকক: ব্যাংককে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার জানান, ব্যাংককসহ এর আশেপাশে কয়েকটি স্থানে এ গুলো পাওয়া যায়।

তিনি বলেন,“বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংককে অবস্থিত মেজর জেনারেল প্রাভুট থাভোরনসিরি বিদ্যালয়ের পাশে ফুটব্রিজের নিচ থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। ”

অপরদিকে, বুধবার রাতে অন্য ২টি বোমার একটি পাওয়া যায় শপিং মলে ও অন্যটি পাওয়া যায় ননথাবুড়ি প্রদেশের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কার পার্কিং এলাকায়। এ বোমা ২টির প্রতিটির ওজন ছিল ৫ কেজি করে। পরে বোমাগুলি নিস্ক্রিয় করে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।