ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পবিত্র কোরান পোড়ানোর পুনর্বিবেচনা টেরি জোনসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
পবিত্র কোরান পোড়ানোর পুনর্বিবেচনা টেরি জোনসের

জেইনসভিল, ফোরিডা: পবিত্র কোরান শরীফ পোড়ানো হবে কিনা তা ভেবে দেখার কথা বললেন ফোরিডার যাজক টেরি জোনস।

এর আগে তিনি কোরান শরীফ পোড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন।

তিনি শর্ত দিয়ে ছিলেন, নিউ ইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে ইসলামিক সেন্টার নির্মাণ করা যাবে না। তার পরিবর্তে অন্যত্র সরিয়ে নিতে হবে।

সে সময় তিনি সাংবাদিকদের জানান, ইসলামিক সোসাইটি অব সেন্ট্রাল ফোরিডার ইমাম মুহম্মদ মুসরি তাকে নিশ্চয়তা দিয়েছেন যে, গ্রাউন্ড জিরোর মসজিদ অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তার বক্তব্য দেয়ার সময় ইমাম মুসরি পাশেই দাঁড়িয়ে ছিলেন।

কিন্তু পরে মুসরি ও নিউ ইয়র্ক মসজিদের নেতারা মসজিদ সরিয়ে নেয়ার কথা অস্বীকার করেন।

এর প্রেক্ষিতে টেরি জোনস আবার সাংবাদিকদের জানান, মুসরি স্পষ্টভাবে, স্পষ্টভাবেই আমাদের মিথ্যা বলেছেন। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে তার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে বাধ্য করা হচ্ছে।

প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটিতে টুইন টাওয়ারে হামলার ৯ম বার্ষিকীতে আগামী শনিবার ফোরিডার এক যাজক টেরি জোনস কয়েক শ’ কোরান পোড়ানোর ঘোষণা দেন। ২০০১ সালের ৯/১১-এর হামলায় ৩ হাজার ব্যক্তি প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।